ছোটো ভুলে বড়ো বিপত্তি!
সম্প্রতি কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস-এর গবেষকরা বলছেন, ইন্টারনেট দুনিয়ায় সামান্য বানান ভুলেও বড়ো সড়ো বিপত্তি ঘটতে পারে। ইন্টারনেটে ঠিকানা লেখার সময় সামান্য একটি ডট ভুল হলেও তথ্য ভুল ঠিকানায় চলে যেতে পারে। আর এমন সুযোগ হাতিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা। খবর বিবিসি অনলাইন-এর।গবেষকরা জানিয়েছেন, মেইল অ্যাড্রেস টাইপ করার সময় ডট দিতে ভুলে গেলে বা সামান্য হেরফের হলেও সে তথ্য সাইবার অপরাধীদের কাছে পৌঁছে যাবার আশংকা রয়েছে। যেসব বানান প্রায়ই ভুল হয় এমন ওয়েব ডোমেইন তৈরি করে গবেষকরা দেখেছেন অনেক তথ্যই ভুল ঠিকানায় এসে জমা হয়েছে।
গবেষকরা মাত্র ৬ মাসে ২০ গিগাবাইটেরও বেশি ডেটা ভুল সাইটে পাঠানো ওয়েব ঠিকানা থেকে উদ্ধার করতে পেরেছেন। এ ছয় মাসে ১ লাখ ২০ হাজার মেসেজ তারা ভুল ঠিকানায় পেয়েছেন।
বিভিন্ন ডোমেইন এবং সাবডোমেইন নামের মধ্যে যে ডটগুলো ব্যবহৃত হয় সেগুলো প্রায়ই ভুল হয়। আর এমন ভুলের কারণেও বড়ো ক্ষতির আশংকা তৈরি হচ্ছে।
ছোটোখাটো এসব ভুল করা থেকে তাই সতর্ক হবার পরামর্শ দিয়েছেন কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস-এর বিশেষজ্ঞরা।
No comments:
Post a Comment