একটি ই-লাইব্রেরি স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে অ্যামাজন। এ লক্ষ্যে তারা বিভিন্ন প্রকাশকদের সঙ্গে আলোচনাও শুরু করেছে। খবর রয়টার্সের।
অ্যামাজনের এ সেবা চালু হলে বইপ্রেমীরা তাঁদের ডিজিটাল নোটবুক ও ট্যাবলেট পিসিতে ব্রাউজ করেই বিভিন্ন বই পড়তে পারবেন। এ লক্ষ্যে অ্যামাজন অ্যাপলের আইপ্যাডের অনুরূপ একটি ট্যাবলেট পিসিও বাজারে নিয়ে আসছে।
রয়টার্স জানিয়েছে, গ্রাহকেরা বার্ষিক একটি নির্দিষ্ট ফি দিয়েই বিশ্বের বিভিন্ন বই এ পরিষেবার মাধ্যমে সংগ্রহ ও পড়তে পারবেন। তবে অ্যামাজন কবে এ পরিষেবা চালু করবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে বই প্রকাশকেরা অবশ্য অ্যামাজনের এ উদ্যোগের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে গিয়ে কিছুটা দ্বিধার মধ্যে রয়েছেন। প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, অ্যামাজনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বইয়ের খুচরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। প্রকাশকেরা এতে সম্পৃক্ত হলে, তাদের সঙ্গে খুচরা ব্যবসায়ীদের সম্পর্কের অবনতি হবে। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স অবশ্য অ্যামাজনের কাউকে পায়নি।
অ্যামাজনের এ সেবা চালু হলে বইপ্রেমীরা তাঁদের ডিজিটাল নোটবুক ও ট্যাবলেট পিসিতে ব্রাউজ করেই বিভিন্ন বই পড়তে পারবেন। এ লক্ষ্যে অ্যামাজন অ্যাপলের আইপ্যাডের অনুরূপ একটি ট্যাবলেট পিসিও বাজারে নিয়ে আসছে।
রয়টার্স জানিয়েছে, গ্রাহকেরা বার্ষিক একটি নির্দিষ্ট ফি দিয়েই বিশ্বের বিভিন্ন বই এ পরিষেবার মাধ্যমে সংগ্রহ ও পড়তে পারবেন। তবে অ্যামাজন কবে এ পরিষেবা চালু করবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে বই প্রকাশকেরা অবশ্য অ্যামাজনের এ উদ্যোগের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে গিয়ে কিছুটা দ্বিধার মধ্যে রয়েছেন। প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, অ্যামাজনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বইয়ের খুচরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। প্রকাশকেরা এতে সম্পৃক্ত হলে, তাদের সঙ্গে খুচরা ব্যবসায়ীদের সম্পর্কের অবনতি হবে। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স অবশ্য অ্যামাজনের কাউকে পায়নি।
No comments:
Post a Comment