Monday, September 12, 2011

আইসক্রিম স্যান্ডউইচের পর আসছে 'জেলি বিন'

সার্চ জায়ান্ট গুগলের তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন আরেকটি সংস্করণ আসছে বলেই খবর চাউর হয়েছে। আগামী অক্টোবর বা নভেম্বর মাসে গুগলের আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেমটি বাজারে আসার কথা রয়েছে। খবর টেক ক্রাঞ্চ-এর।

জানা গেছে, অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে, আইপ্যাড ৩ যখন বাজারে আসবে তখনই নতুন অপারেটিং সিস্টেম আনবে গুগল।

বর্তমানে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জিঞ্জারব্রেড এবং হানিকম্ব সংস্করণের অনেক ডিভাইস বাজারে রয়েছে। গুগলের পরবর্তী সংস্করণটির নাম হবে আইসক্রিম স্যান্ডউইচ। আর আইসক্রিম স্যান্ডউইচের পর অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণটির নাম হতে পারে ‘জেলি বিন’।

সার্চ জায়ান্ট গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ শিগগিরই চলে আসছে বলে জানিয়েছেন গুগল-এর এক্সিকিউটিভ চেয়্যারম্যান এরিক স্মিড। আইসক্রিম স্যান্ডউইচ নামের নতুন এ অপারেটিং সিস্টেম চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ বাজারে আনতে পারে গুগল।

সম্প্রতি স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ‘ড্রিমফোর্স’ নামের ক্লাউড কম্পিউটিং কনফারেন্সে হাজির হয়েছিলেন গুগলের সাবেক সিইও এবং বর্তমানে এক্সিকিউটিভ চেয়্যারম্যান পদে থাকা এরিক স্মিড। আইসক্রিম স্যান্ডউইচ কবে নাগাদ বাজারে আসবে সে তথ্যটি এ অনুষ্ঠানে কথা প্রসঙ্গে তিনি বলে ফেলেছেন। কিন্তু আইসক্রিম স্যান্ডউইচ বাজারে আসার আগেই তারও পরবর্তী সংস্করণের তথ্য ফাঁস হয়ে গেছে।

এদিকে খবর চাউর হয়েছে, অ্যান্ড্রয়েডের প্রতিদ্বন্দী অ্যাপল আইওএস ৫ অপারেটিং সিস্টেমটি অক্টোবরে বাজারে আসতে পারে। আর অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দিতা করতেই একই সময়ে আইসক্রিম স্যান্ডউইচ বাজারে আনার কথা ভাবছে গুগল। অ্যাপলের আইপ্যাড ৩ বাজারে আনার সময় ‘জেলি বিন’ অপারেটিং সিস্টেমটি বাজারে আনার কথা ভাবছে গুগল কর্তৃপক্ষ।

No comments: