Tuesday, September 13, 2011

গুগল ‘অ্যানড্রইড’ জাদু


স্মার্টফোনে গুগলের অ্যানড্রইড রাজত্ব এখন প্রতিদ্বন্দ্বী সবগুলো নির্মাতার জন্যই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ব্যথা সামাল দিতে অনেকে আবার আদালতেও ছুটছেন। তবে এ নিয়ে মোটেও চিন্তিত নয় গুগল। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে। কিছুদিন আগে মটোরোলার মবিলিটি স্বত্ত্ব কেনার পর থেকে গুগল স্মার্টফোনের পুরো বিশ্বকে রীতিমতো ভাবনায় ফেলে দিয়েছে।

এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম ‘অ্যানড্রইড’। এটিও গুগল পণ্য। তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ সহায়তা আর সহজবোধ্য ব্যবহার গুণে অ্যানড্রইড এখন স্মার্টফোনের অবিচ্ছেদ্য সঙ্গী। অ্যানড্রইডযুক্ত প্রতিটি পণ্যেই এখন বিক্রি তালিকার শীর্ষে। তাছাড়া অ্যানড্রইড একেবারেই বিনামূল্যে পাওয়া যায়। ফলে বাড়তি পণ্যব্যয় গুণতে হয় না। অন্যদিকে স্মার্টফোনের দাম ক্রমেই সাধারণ ভোক্তাদের নাগালে চলে আসছে। এর ফলে মাইক্রোসফট এবং ওরাকলের মতো বিশ্বসেরা সফটওয়্যার নির্মাতাদের বাজার জনপ্রিয়তা নিম্নমুখী। আর স্বল্পমূল্যে অ্যানড্রইড সিস্টেমের জাদুকরী স্পর্শ স্মার্টফোন ভোক্তাদের ক্রমেই অন্য সব অপারেটিং সিস্টেম বিমুখ করে তুলছ।

গুগল সূত্র জানিয়েছে, সাধারণ প্রযুক্তি ভোক্তাদের ব্যবহারযোগ্য মাধ্যম নিয়ে বাণিজ্যিক কৌশলের দিন শেষ হয়ে আসছে। বরং তার মানোন্নয়নে যত বেশি প্রযুক্তি ভোক্তার অংশগ্রহণ নিশ্চিত হবে, ততই এ জ্ঞানভিত্তিক উন্মুক্ত সংস্কৃতি চর্চার ভবিষ্যৎ সুদৃঢ় হবে। সুদীর্ঘ সময় (দু’দশক) মাইক্রোসফটের একচেটিয়া ব্যবসায়ীক মনোভাবের কারণে উন্মুক্ত সফটওয়্যার শিল্পের সম্প্রসারণের পথ অবরুদ্ধ হয়ে যায়। প্রতিটি সফটওয়্যারের মানোন্নয়নে ভোক্তাদের দীর্ঘ প্রতীক্ষায় থাকতে হয়। কিন্তু উন্মুক্ত উন্নয়ন (ওপেন সোর্স) সংস্কৃতির কারণে এখন অপারেটিং সিস্টেমের মানোন্নয়নে আগ্রহীরা সরাসরি অংশগ্রহণ করতে পারে। এতে প্রযুক্তিশৈলী এবং অবাধ কারিগরি জ্ঞান চর্চার পথ সুগম হয়েছে। সৃষ্টি হয়েছে লাখ লাখ কর্মসংস্থান। এ কারণে গত দু বছরে প্রযুক্তি উদ্ভাবন যতবার তার প্রবৃদ্ধিপথ বদলেছে, ততটা গত এক দশকেও চোখে পড়েনি।

ফলে বিশ্ব দেখেছে একের পর এক উদ্ভাবনী জাদু। উপভোগ করেছে তার স্পর্শ। স্মার্টফোনভিত্তিক টাচস্ক্রিনের (স্পর্শ পর্দা) জাদু এখন তাই প্রযুক্তিভক্তদের নিত্যসঙ্গী। আসছে আরও সব চমকপ্রদ উদ্ভাবনা। তাই তাৎক্ষণিক ব্যবসায়িক লাভবান হওয়ার চিন্তা না করে সুদীর্ঘ স্থায়ীত্বকেই ব্যবসায়ীক মন্ত্র করেছে গুগল। আর গুগলের এ সেবাভিত্তিক চর্চার কারণে প্রযুক্তি বিশ্বের পুরো অবয়বই বদলে গেছে। এ কারণেই ট্যাবলেট পিসি আর স্মার্টফোন হয়ে উঠছে ভবিষ্যতের জীবননির্বাহী পণ্য।

অ্যামাজনের ই-লাইব্রেরি পরিকল্পনা, আগ্রহী নয় প্রকাশকেরা

একটি ই-লাইব্রেরি স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে অ্যামাজন। এ লক্ষ্যে তারা বিভিন্ন প্রকাশকদের সঙ্গে আলোচনাও শুরু করেছে। খবর রয়টার্সের।
অ্যামাজনের এ সেবা চালু হলে বইপ্রেমীরা তাঁদের ডিজিটাল নোটবুক ও ট্যাবলেট পিসিতে ব্রাউজ করেই বিভিন্ন বই পড়তে পারবেন। এ লক্ষ্যে অ্যামাজন অ্যাপলের আইপ্যাডের অনুরূপ একটি ট্যাবলেট পিসিও বাজারে নিয়ে আসছে।
রয়টার্স জানিয়েছে, গ্রাহকেরা বার্ষিক একটি নির্দিষ্ট ফি দিয়েই বিশ্বের বিভিন্ন বই এ পরিষেবার মাধ্যমে সংগ্রহ ও পড়তে পারবেন। তবে অ্যামাজন কবে এ পরিষেবা চালু করবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে বই প্রকাশকেরা অবশ্য অ্যামাজনের এ উদ্যোগের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে গিয়ে কিছুটা দ্বিধার মধ্যে রয়েছেন। প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, অ্যামাজনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বইয়ের খুচরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। প্রকাশকেরা এতে সম্পৃক্ত হলে, তাদের সঙ্গে খুচরা ব্যবসায়ীদের সম্পর্কের অবনতি হবে। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স অবশ্য অ্যামাজনের কাউকে পায়নি।

কম্পিউটার সিটির যুগপূর্তিতে নানা আয়োজন

তারিখ: ১৩-০৯-২০১১

পরশু ছিল দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার ঢাকার বিসিএস কম্পিউটার সিটির যুগপূর্তি।এ উপলক্ষে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান।ছয় দিনের এই বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধনী দিনে বিসিএস কম্পিউটার সিটি সাজানো হয় বর্ণিল সাজে। সারাক্ষণই সেখানে উ ৎ সব ভাব বিরাজ করছিল। সকালে বিসিএস কম্পিউটার সিটি প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে কম্পিউটার সিটিতে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
সন্ধ্যায় বিগত বছরগুলোর স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে স্বাগত বক্তব্য দেন বিসিএস কম্পিউটার সিটির সভাপতি এ টি শফিক উদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘এই কম্পিউটার বাজার সফলতার সঙ্গে এক যুগ অতিক্রম করতে পেরেছে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে চাই।’
বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, কম্পিউটার সমিতি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, কখনো দ্বিধাবিভক্ত হয়নি। তিনি আরও জানান, আগামী বছরের জানুয়ারি থেকে ১৩ লাখ শিক্ষার্থী বাধ্যতামূলকভাবে কম্পিউটার শিক্ষা গ্রহণ করবে এবং এটি অব্যাহত থাকবে।
বক্তাদের বক্তব্যের ফাঁকে বিসিএস কম্পিউটার সিটি তৈরির সাত স্বপ্নদ্রষ্টার ওপর একটি তথ্যচিত্র দেখানো হয়। এরপর বিসিএস কম্পিউটার সিটির পক্ষ থেকে তাঁদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৯৯৯ সালে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আফতাব-উল-ইসলাম। ত ৎ কালীন কমিটির সাধারণ সম্পাদক আহমেদ হাসান অন্য সদস্যরা অনুষ্ঠানে স্মতিচারণকরেন।বিসিএস কম্পিউটার সিটির যুগপূর্তি অনুষ্ঠানের পৃষ্ঠপোষক কম্পিউটার সোর্স।যুগপূর্তি উপলক্ষে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান পণ্যে ছাড় ও উপহারও দিচ্ছে।

Monday, September 12, 2011

Why We Need Windows 8 Tablets

Why We Need Windows 8 Tablets



Interoperability: It's a big word that describes an even bigger problem--namely, that of the compatibility of your apps and data between different devices. And while the mobile worlds of Google's Android and Apple's iOS have come a long way, nothing compares to the complete end-to-end compatibility offered by a Windows computer. The issues that a Windows 8 tablet could address are the twin troubles of file handling and app compatibility--two things that remain troublesome thorns in the sides of both Android and iOS.

The File Conundrum

These past months I've spent using the myriad of Google's Android Honeycomb tablets as well as Apple's iOS-based iPad 2 have been an eye-opener. The two platforms inherently work very differently: Apple has its alternately maligned and beloved "walled garden" approach, while Google is more open, but wracked by inconsistencies, so that one tablet supports certain file types and another doesn't, and it's not clear to a user why this is so.
(The answer, simply, is that some tablet makers add file-type support on their own, to support basics like WMV, AVI, and PDF that Google doesn't natively support. But this support is generally through the inclusion of separate software added to Android's base install, and the implementation of file support doesn't appear fundamentally any different from stock Google...which makes it hard to be clear that this is a differentiation from one tablet to the next.)
At least Android provides a file system that users can access--even if it's a mess with haphazard folder nomenclature and requires third-party software to tap into it. Google admits it never intended for Android's file system to be accessed and used as Windows Explorer is, but the reality is that tablet makers and file manager app developers are embracing the fact that this feature exists in Android. It's nowhere in iOS; there, you have to rely on a developer to provide support for iOS's "Open in" option, something I've seen inconsistently implemented. And even then, file handling gets kludgy and awkward, a sad reality given the overall simple elegance of Apple's platform. Files get locked into the app you're using, and need to be associated with that app--a counterintuitive experience that is opposite what consumers are used to in the desktop universe so many of us rely on.

It's About Files...and About Apps

In reality, for most of us, a Windows computer is already part of our lives. And in going between a laptop or desktop and an iOS device or an Android device, one can run into all sorts of issues and incompatibilities. Not to mention the specific issue of app compatibility.
App compatibility goes both ways. Let's face it: All the cool, new software development has been for mobile devices. And I've often wished that a cool app I'm using on a mobile device could be used on my laptop, too. And maybe that I could manipulate or share the data on the mobile with the desktop (and do so in a way that doesn't rely only on the cloud).
Likewise, apps aplenty on the PC could benefit from being on a tablet, but right now, they won't run there. Heck, they're designed for a whole other operating system than what we're using on our tablets today.
The exception: Tablets like Fujitsu's Stylistic Q550. This Windows 7 tablet quietly shipped this summer, with a clear aim at vertical markets and corporate use. Why? Because those markets already have custom apps designed for use on laptops that could translate well to a tablet--but those markets need the platform stability and compatibility that Windows 7 already provides.
Today's Windows tablets try hard (besides Fujitsu, Motion Computing and Viewsonic are among the few manufacturers with such products), but they can't make up for the inherent weaknesses of, not the hardware, but--yes--Microsoft Windows. It's been nearly a decade since Microsoft broadly touted the idea of a "tablet PC," and the company is only just on the cusp of introducing a touch-friendly interface--one that won't be introduced until we get Windows 8.

The Benefits of Unity

Corporate IT isn't the only arena that will benefit from a Windows-based tablet, though. Consumers will reap the benefits of unity, too.
With Windows 8 and a bona fide touch-optimized operating system, the Windows platform--along with the apps that will inevitably be developed for it--has the potential to compete with the established mobile operating systems, and better unify how we do things across our different devices. At that point, it's no longer a question of whether an app will work on the OS, but instead a question of whether an app will run on everything from an ARM chip on up to a quad-core CPU. Hardware guts will matter, and developers will have to figure out ways to elegantly bridge the different hardware requirements, but in an ideal world, the potential for unity is high. Right now, not even Apple has unity; its highly successful iOS apps run only on iOS devices, leaving Mac OS X users in the dark.
Imagine for a moment the popularity boost the Mac would get if it supported the vast selection of software present in the iOS universe. Now transfer that theoretical possibility to the Windows tablet-laptop-PC ecosystem. It may not be as far-fetched as it sounds. Let's just hope that Microsoft, and the Windows 8 app developers, can take full advantage of this potential, and find ways to make it work.

ছোটো ভুলে বড়ো বিপত্তি!

ছোটো ভুলে বড়ো বিপত্তি!

সম্প্রতি কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস-এর গবেষকরা বলছেন, ইন্টারনেট দুনিয়ায় সামান্য বানান ভুলেও বড়ো সড়ো বিপত্তি ঘটতে পারে। ইন্টারনেটে ঠিকানা লেখার সময় সামান্য একটি ডট ভুল হলেও তথ্য ভুল ঠিকানায় চলে যেতে পারে। আর এমন সুযোগ হাতিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা। খবর বিবিসি অনলাইন-এর।

গবেষকরা জানিয়েছেন, মেইল অ্যাড্রেস টাইপ করার সময় ডট দিতে ভুলে গেলে বা সামান্য হেরফের হলেও সে তথ্য সাইবার অপরাধীদের কাছে পৌঁছে যাবার আশংকা রয়েছে। যেসব বানান প্রায়ই ভুল হয় এমন ওয়েব ডোমেইন তৈরি করে গবেষকরা দেখেছেন অনেক তথ্যই ভুল ঠিকানায় এসে জমা হয়েছে।

গবেষকরা মাত্র ৬ মাসে ২০ গিগাবাইটেরও বেশি ডেটা ভুল সাইটে পাঠানো ওয়েব ঠিকানা থেকে উদ্ধার করতে পেরেছেন। এ ছয় মাসে ১ লাখ ২০ হাজার মেসেজ তারা ভুল ঠিকানায় পেয়েছেন।

বিভিন্ন ডোমেইন এবং সাবডোমেইন নামের মধ্যে যে ডটগুলো ব্যবহৃত হয় সেগুলো প্রায়ই ভুল হয়। আর এমন ভুলের কারণেও বড়ো ক্ষতির আশংকা তৈরি হচ্ছে।

ছোটোখাটো এসব ভুল করা থেকে তাই সতর্ক হবার পরামর্শ দিয়েছেন কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস-এর বিশেষজ্ঞরা।

জড়িয়ে ধরবে, চুমু দেবে মোবাইল

জড়িয়ে ধরবে, চুমু দেবে মোবাইল

সম্প্রতি জার্মানির গবেষকরা দাবি করেছেন, তারা ‘কিসিং মোবাইল’ বা ‘চুমু ফোন’সহ অনুভূতিবাহক একাধিক ফোন তৈরি করেছেন। গবেষকদের দাবি, নতুন এই মোবাইল ফোন যে কোনো অনুভূতি এবং চুমুর মতো স্পর্শকাতর অনুভূতিও সঞ্চার করতে পারে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

কিসিং মোবাইলসহ অনুভূতিবাহক মোবাইল সিরিজের প্রটোটাইপ তৈরি করেছেন বার্লিন ইউনিভার্সিটি অফ দ্যা আর্টস-এর গবেষক ফ্যাবিয়ান হেমার্ট।

ফ্যাবিয়ান হেমার্টের দাবি, ‘অনুভূতিবাহক মোবাইলগুলো শ্বাস-প্রশ্বাসসহ চুমুর অনুভূতি বিনিময় করতে পারে।’

গবেষক হেমার্ট কিসিং মোবাইল ফোন তৈরি প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমাদের অনুভূতি ক্ষমতার ক্ষুদ্র অংশ ব্যবহার করতে পারে মোবাইল ফোন। মোবাইল ফোন টেক্সট, ভিডিও এবং কথার মতো তথ্য প্রেরণের জন্য মোবাইল দক্ষ মাধ্যম হলেও আমাদের মধ্যে এটি প্রিয়জনের সান্নিধ্য এনে দিতে পারে না।’

আঁকড়ে ধরা বা জড়িয়ে ধরার অনুভূতি তৈরি করতে সক্ষম এমন মোবাইলের দুই পাশে ব্যবহৃত হয়েছে ফোর্স সেন্সর এবং হাতের ওপরে ব্যবহারের জন্য একটি কোমল ফিতা। যখন এ ফোনটি ব্যবহার করা হবে তখন ফোনে ব্যবহৃত একটি মোটর ফিতাটিকে শক্ত করে আটকে ধরে জড়িয়ে ধরার অনুভুতি এনে দিতে পারে।

প্রিয়জনের শ্বাস নেবার অনুভ’তি এনে দিতে পারে এমন প্রটোটাইপ মোবাইল ফোনে রয়েছে  প্রেসার সেন্সর এবং জেট সেন্সর। কথা বলার সময় বাতাসের নড়াচড়া বা স্পর্শ করার মতো অনুভূতিগুলো এসব সেন্সর সঞ্চারিত করতে পারে।

কিসিং প্রটোটাইপ বা চুমু ফোনটিতে ব্যবহৃত হয়েছে ময়েশ্চার সেন্সর এবং মটোরাইজড ওয়েট স্পঞ্জ। যখন কোনো ফোন থেকে চুমু দেয়া হয় তখন অন্যপ্রান্তে একই রকম মেমব্রেন চুমুর অনুভূতি এনে দেবে। এক্ষেত্রে যতোখানি গাঢ় হবে ততোই বেশি অনুভূতি সঞ্চার করবে।

গবেষকরা জানিয়েছেন, ‘আমরা ভবিষ্যতে কেমন যোগাযোগ পদ্ধতি চাই সে আলোচনা শুরু হয়ে গেছে।’

আইসক্রিম স্যান্ডউইচের পর আসছে 'জেলি বিন'

সার্চ জায়ান্ট গুগলের তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন আরেকটি সংস্করণ আসছে বলেই খবর চাউর হয়েছে। আগামী অক্টোবর বা নভেম্বর মাসে গুগলের আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেমটি বাজারে আসার কথা রয়েছে। খবর টেক ক্রাঞ্চ-এর।

জানা গেছে, অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে, আইপ্যাড ৩ যখন বাজারে আসবে তখনই নতুন অপারেটিং সিস্টেম আনবে গুগল।

বর্তমানে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জিঞ্জারব্রেড এবং হানিকম্ব সংস্করণের অনেক ডিভাইস বাজারে রয়েছে। গুগলের পরবর্তী সংস্করণটির নাম হবে আইসক্রিম স্যান্ডউইচ। আর আইসক্রিম স্যান্ডউইচের পর অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণটির নাম হতে পারে ‘জেলি বিন’।

সার্চ জায়ান্ট গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ শিগগিরই চলে আসছে বলে জানিয়েছেন গুগল-এর এক্সিকিউটিভ চেয়্যারম্যান এরিক স্মিড। আইসক্রিম স্যান্ডউইচ নামের নতুন এ অপারেটিং সিস্টেম চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ বাজারে আনতে পারে গুগল।

সম্প্রতি স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ‘ড্রিমফোর্স’ নামের ক্লাউড কম্পিউটিং কনফারেন্সে হাজির হয়েছিলেন গুগলের সাবেক সিইও এবং বর্তমানে এক্সিকিউটিভ চেয়্যারম্যান পদে থাকা এরিক স্মিড। আইসক্রিম স্যান্ডউইচ কবে নাগাদ বাজারে আসবে সে তথ্যটি এ অনুষ্ঠানে কথা প্রসঙ্গে তিনি বলে ফেলেছেন। কিন্তু আইসক্রিম স্যান্ডউইচ বাজারে আসার আগেই তারও পরবর্তী সংস্করণের তথ্য ফাঁস হয়ে গেছে।

এদিকে খবর চাউর হয়েছে, অ্যান্ড্রয়েডের প্রতিদ্বন্দী অ্যাপল আইওএস ৫ অপারেটিং সিস্টেমটি অক্টোবরে বাজারে আসতে পারে। আর অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দিতা করতেই একই সময়ে আইসক্রিম স্যান্ডউইচ বাজারে আনার কথা ভাবছে গুগল। অ্যাপলের আইপ্যাড ৩ বাজারে আনার সময় ‘জেলি বিন’ অপারেটিং সিস্টেমটি বাজারে আনার কথা ভাবছে গুগল কর্তৃপক্ষ।